বৃহস্পতিবার, ২ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
কলারোয়ায় কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

কলারোয়ায় কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কোভিড-১৯’ টিকা প্রদান কার্যক্রমে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ‘

মুজিব বর্ষে স্বাস্থ্য খাত’ এগিয়ে যাবে অনেক ধাপ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার(৪ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান।

অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমীন, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) জেল্লাল হোসেন, শিক্ষাবীদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী, কৃষিবিদ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ,সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, রবিউল হাসান, সামছুদ্দীন আল মাসুদ বাবু, স,ম মোরশেদ আলী, মনিরুল ইসলাম মনি, আসলামুল আলম আসলাম, এসএম মনিরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মোঃ মোয়াজ্জেম হোসেন , শেখ ইমরান হোসেন, উপজেলা সহকারী আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক ও সূধিবৃন্দ।

সভায় আগামী ৭ আগষ্ট ২১’ থেকে ওয়ার্ড পর্যায়ে কেভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম সফল করতে বিভিন্ন দিক- নির্দেশনামূলক আলোচনা করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।