সোমবার, ২০ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাকিবের জন্য গানম্যান নিয়োগ বিসিবি’র
সাকিবের জন্য গানম্যান নিয়োগ বিসিবি’র

সাকিবের জন্য গানম্যান নিয়োগ বিসিবি’র

নতুন সূর্য ডেস্কঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিব আল হাসানের নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগ দিয়েছে। সাকিব আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে গেলে তাঁর সঙ্গে স্বশস্ত্র এক নিরাপত্তাকর্মীকে দেখা যায়। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী গানম্যান নিয়োগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘অবশ্যই বিষয়টি (প্রাণনাশের হুমকি) উদ্বেগজনক। এমন বিষয় কখনোই কাঙ্খিত হতে পারে না। আমরা সেটা জানার পর তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। সরকারের সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে আমরা বলেছি। আপনারা দেখেছেন, তারাও যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা গ্রহণ করেছেন।’

সম্প্রতি কলকাতায় গিয়ে সাকিবের পূজা উদ্বোধনের খবর আসে সংবাদমাধ্যমে। এ কারণেই  কয়েক দিন আগে সাকিবকে ফেসবুক লাইভে এসে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার নামে সুনামগঞ্জের এক ব্যক্তি। গতকাল ডিজিটাল নিরাপত্তা আইনে মহসিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সেটারই ধারাবাহিকতায় সাকিবকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত। সাকিব অবশ্য নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় পূজা উদ্বোধনের কথা অস্বীকার করেছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।