বৃহস্পতিবার, ২ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে যে নজির গড়লেন ওয়ার্নার
আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে যে নজির গড়লেন ওয়ার্নার

আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে যে নজির গড়লেন ওয়ার্নার

নতুন সূর্য ডেস্কঃ

বুধবার আইপিএলে একাধিক নজির তৈরি করে ফেললেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০টি অর্ধ-শতরান করলেন। পাশাপাশি রান এবং ছয় মারার দিক থেকেও নজির গড়েছেন এই অস্ট্রেলীয় ব্যাটসম্যান।

ওয়ার্নারের ৫০টি অর্ধ-শতরানের ধারেকাছে আপাতত কেউ নেই। দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান, যার ৪৩টি অর্ধ-শতরান রয়েছে। আরসিবি নেতা বিরাট কোহলির রয়েছে ৪০টি অর্ধ-শতরান।বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের ১৬ ওভারের মাথায় এই নজির গড়েন ওয়ার্নার। পাশাপাশি চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১০ হাজার রানের গন্ডি পেরোলেন তিনি। তালিকায় ওয়ার্নারের আগে রয়েছেন ক্রিস গেইল (১৩,৮৩৯), কায়রন পোলার্ড (১০,৬৯৪ রান) এবং শোয়েব মালিক (১০,৬৯৪)।

এছাড়া আইপিএলে অষ্টম ক্রিকেটার এবং চতুর্থ বিদেশি হিসেবে ২০০টি ছয় মারলেন ওয়ার্নার। বিদেশিদের মধ্যে ওয়ার্নারের আগে রয়েছেন গেইল, এবি ডিভিলিয়ার্স এবং পোলার্ড।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।